জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলের এলাকাগুলোতে। রোববার (২৩ মে) রাত সোয়া ৯টায় পটুয়াখালীর বিভিন্ন স্থানে বজ্রপাতসহ মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। এদিকে পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। এতে আতঙ্ক বেড়েছে উপকূলজুড়ে।
রোববার রাত ৮টায় পটুয়াখালীর আকাশ হঠাৎ মেঘে ঢেকে যায়। এরপর রাত ৯টা থেকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। কোথাও ঝিরিঝিরি আবার কোথাও মাঝারি আকারের বৃষ্টি হয়েছে। তবে এতে গরমের পরিমাণ কমেনি।
পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মাসুদ জানান, রাত সোয়া ৯টার দিকে ইয়াসের প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্রে অবস্থান করা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।