,

ঘরের টিকটিকি তাড়াতে কী করবেন?

টিকটিকি

লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: ঘরে টিকটিকি তাড়াতে কত কিছুই করে থাকেন আপনি। যারা ঘর থেকে টিকটিকি দূর করার সহজ উপায় খুঁজছেন, তারা ব্যবহার করতে পারেন রসুন।

আসুন জেনে নেই ঘরের টিকটিকি তাড়াবেন কীভাবে।

রসুন

রসুনের গন্ধ টিকটিকি পছন্দ করে না। তাই রসুনের কয়েকটি কোয়া জানালা বা ভেণ্টিলেটরের ভিতরে রাখুন। দেখবেন টিকটিকি আপনার বাসা থেকে দূরে রয়েছে। চাইলে রসুন পানিও ছিটাতে পারেন। এর জন্য পানির সাথে খানিক রসুনের রস মিশিয়ে নিন।

ময়ূরের পালক

ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহৃত হয় ময়ূরের পালক। তবে এই পালকও টিকটিকির অপছন্দ। ঘরের ফুলদানিতে কয়েকটি ময়ূরের পালক রেখে দিন। দেখবেন আপনার ঘরে আর টিকটিকি আসবে না।

নেপথালিন

আমাদের প্রায় সবার বাসায় নেপথালিন থাকে। ঘরের যেখানে টিকটিক থাকে সেখানে নেপথালিন বল রেখে দিন। এটি আপনার ঘরকে টিকটিক থেকে দূরে রাখবে। শুধু টিকটিক নয়, আরও নানা পোকা থেকে এটি রক্ষা করবে।

বরফ পানি

টিকটিকি শীতল রক্তের প্রাণী। টিকটিকি দেখলেই বরফপানি স্প্রে করে দিন। দেখবেন টিকটিকি ঠাণ্ডায় জমে গেছে। এরপর এটি তুলে বাইরে ফেলে দিন।

এই বিভাগের আরও খবর