,

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

গোপালগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছে নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সংগঠনের নেতাকর্মীরা তার পক্ষে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কাছে এ মনোনয়ন পত্র দাখিল করেন।

এর আগে ২৫ নভেম্বর সকালে তার পক্ষে দলীয় মনোনয়নের চিঠি সংগ্রহ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এবার দুটি আসনে নির্বাচন করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে প্রার্থী হচ্ছেন মহাজোটের এ শীর্ষ নেত্রী।

এ দুটি আসনে বহুদিন ধরে তিনি নির্বাচন করে আসছেন।

গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জাতীয় সংসদের ২১৭নং আসন। আসনটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালীপাড়া উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত।

উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ আসন বঙ্গবন্ধুর জন্মস্থান এবং রংপুরের পীরগঞ্জ আসনটি শেখ হাসিনার শ্বশুরবাড়ির আসন।

দশম জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে এমপি হয়েছিলেন শেখ হাসিনা।

নবম সংসদ নির্বাচনে শেখ হাসিনা তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসনগুলো হল-গোপালগঞ্জ-৩, রংপুর-৬ ও বাগেরহাট-১।

তার আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা লড়েন চারটি আসনে।

এগুলো হল-গোপালগঞ্জ-৩, বাগেরহাট-১, নড়াইল-২ ও রংপুর-৬। এর মধ্যে ওই নির্বাচনে প্রথম তিনটিতে জয়লাভ করেন তিনি।

এই বিভাগের আরও খবর