,

গোপালগঞ্জ-১ আসন: নৌকার ঘাঁটিতে নৌকা-ঈগলের লড়াই

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জেও এবার দেখা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের দাপট। গোপালগঞ্জ-১ আসনেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন নৌকার প্রার্থী।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খানের বিরুদ্ধে লড়ছেন মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া। প্রতিদ্বন্দ্বিতায় আছেন আরও তিনজন।

লড়াইয়ে এগিয়ে নৌকা আর ঈগল। মূলত এই দুই ভাগে বিভক্ত ভোটাররা।

মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার আংশিক নিয়ে প্রায় চার লাখ ভোটারের আসন গোপালগঞ্জ-১। পাঁচবারের এমপি ফারুক খানের নৌকার ঘাঁটিতে এবার দেখা যাচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। নৌকার মুখোমুখি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়ার ঈগল প্রতীক।

ভোটারদের কেউ চান পরিবর্তন, আবার কেউ বলছেন নৌকার কোন বিকল্প তারা মানবেন না। স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়ার দাবি, সাধারণ মানুষ নৌকা প্রার্থীকে কাছে পান না। এ কারণেই তার জয় নিশ্চিত।

এই প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানিয়ে ফারুক খান বলছেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেউ নন। যত দিন যাবে এই বিভক্তি কেটে যাবে।

তবে এবার পাল্টে যেতে পারে ভোটের হিসাব। ভিন্ন হতে পারে রাজনৈতিক সমীকরণ। ৭ জানুয়ারির ফলাফল যাই হোক, ভোটাররা বলছেন এই আসনে এমন প্রতিবন্দ্বিতা তারা আগে কখনও দেখেননি।

এই বিভাগের আরও খবর