,

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে রাখাল কিশোর ঠাকুর, শফিকুল আলম কাকন, সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মুস্তাফিজুর রহমান দিপু ও আলী নাঈম খান জিমি নির্বাচিত হয়েছে।

এ ছাড়া মঙ্গলবার কার্যনির্বাহী কমিটির সদস্য পদে অনুষ্ঠিত নির্বাচনে এ্যাড. তপন কুমার সরকার, দীনবন্ধু হালদার, দুলাল দাস, কাজী আনোয়ারুল ইকবাল ও রাজিউদ্দিন খান রাজু নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফয়জুল মোল্লা এ তথ্য জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর