গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা বার সমিতি থেকে মো. মানিক চৌধুরী (৩০) নামে এক ভুয়া মুহুরিকে আটক করে পুলিশে দিয়েছে বার সমিতি কর্তৃপক্ষ। গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ভুয়া মুহুরি মো. মানিক চৌধুরী গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর ভেন্নাবাড়ী গ্রামের নুরু চৌধুরীর ছেলে।
গোপালগঞ্জ জেলা বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান জানান, গ্রেফতার ব্যক্তি জেলা বার সমিতিতে দীর্ঘদিন ধরে নিজেকে মুহুরি বলে পরিচয় দিয়ে বিচার প্রার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। সে এ পর্যন্ত বিচার প্রার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এসব ঘটনায় পর তাকে বার সমিতি এলাকায় প্রবেশে নিষিদ্ধ করা হয়।
কিন্তু সে নিষেধ অমান্য করে সোমবার আবারও বিচার প্রার্থীদের প্রতারণা করছিল। এসময় তাকে বার কর্তৃপক্ষ হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এঘটনায় জেলা বার সমিতির অফিস সহকারী মো. হাবিল শেখ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।