,

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

গোপালগঞ্জ প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কামিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, “মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।”
সংগঠনের কাযর্ক্রম গতিশীল করার লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রত্যাশীদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে ডাকযোগে অথবা ই-মেইলের ([email protected]) মাধ্যমে জীবন-বৃত্তান্ত জমা দেবার জন্য আহবান জানানো হয়েছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল হামিদ কমিটি বিলুপ্ত ঘোষণা
করার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের এ কমিটি গঠন করা হয়েছিল। কমিটি বিলুপ্ত ঘোষনার পর থেকে পদ-পদবীর জন্য নড়ে চড়ে বসেছে পদ প্রত্যাশীরা। তারা এখন মাঠে নেমে পড়েছেন। পদ-পদবী নিজের কাছে নিতে হাইকমান্ডের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে।

এই বিভাগের আরও খবর