,

গোপালগঞ্জে স্বামী-স্ত্রী করোনা আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী করোনা রোগী শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের বাড়ি উপজেলার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায়।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনি গত ২৮ মার্চ মাদারীপুর জেলার শিবচরের পাচ্চর গ্রামে শশুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে গত ৪ এপ্রিল অসুস্থ অবস্থায় তিনি গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকার নিজ বাড়িতে আসেন।

পরে তিনি ও তার স্ত্রী ও সন্তানের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তা আইইডিসিআরে পাঠাই। বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের কাছে আইইডিসিআর থেকে রিপোর্ট আসে যে তারা স্বামী-স্ত্রী দুইজনই করোনা আক্রান্ত।

সন্ধ্যা ৭ টার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তারা ওই এলাকায় গিয়ে আক্রান্তদের বাড়িসহ আশপাশের ৬টি বাড়িতে লাল কাপড় টাঙ্গিয়ে লকডাউন করে দিয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এই বিভাগের আরও খবর