গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাইসুল ইসলাম জিসান (৯) নামে চতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলার লোহারংক গ্রামের সরকারী হাঁসের হ্যাচারির পাশ থেকে ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে।
নিহত স্কুল ছাত্র রাইসুল ইসলাম জিসান কোটালীপাড়া উপজেলার তারাশী বাগলবাড়ী গ্রামের ফজরুল হক মোল্লার ছেলে ও তারশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
কোটালীপাড়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, সোমবার সকালে নাস্তা খেয়ে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় জিসান। তারপর আর বাড়ি ফিরে আসেনি। পরে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও পরিবারের সদস্যরা তার সন্ধান পায়নি।
মঙ্গলবার দুপুরে স্থানীয়রা হ্যাচারির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপতালে পাঠায়। নিহতের মরদেহের পাশেই তার সইকেলটি পড়ে ছিলো।
পুলিশের ধারণা, সাইকেল চালানো শিখতে গিয়ে সাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে জিসান মারা গেছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।