গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
বুধবার ভোররাতে কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ডু ও কুরপালা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ডু গ্রামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমান, কুরপালা গ্রামের মাদক ব্যবসায়ী এফ এম সুলতান হোসেনের ছেলে এফ এম অনামিকা (৪০), গোপালপুর গ্রামের মৃত আবুল খায়ের খানের ছেলে নুরুজ্জামান ওরফে জুয়েল খান (৫৩) ও আফতাব উদ্দিন হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান (৪০)।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিতাইকুন্ডু গ্রামে অভিযান চালানো হয়। এ সময় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
অপারদিকে একই উপজেলার কুরপালা গ্রামে এফ এম অনামিকার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন ও বিক্রি করার সময় ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা কোটালীপাড়া উপজেলার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী।