,

গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে নাটাবের মতবিনিময়

যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের হল রুমে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) গোপালগঞ্জ জেলা শাখা এ মত বিনিময়ের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. তরুণ মন্ডল।

নাটাব গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক যক্ষ্মা ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. পরিমল সরকার।

সভাটি সঞ্চলনা করেন নাটাবের এফএলএস তরুণ কুমার বিশ্বাস। একনাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময় কাশি ও যক্ষ্মার অন্যান্য লক্ষণ দেখা দিলে দ্রুত তাকে পার্শ্ববর্তী যক্ষ্মা রোগ চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করে চিকিৎসা নিশ্চিত করার জন্য সাংবাদিকদের আহবান জানান বক্তারা।

এই বিভাগের আরও খবর