,

গোপালগঞ্জে শ্বাসকষ্টে নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্বাসকষ্টে আসমা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ওই মহিলার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠিয়েছেন।

ওই মহিলা শ্বাসকষ্ট নিয়ে গতকাল মঙ্গলবার রাত ৯ টা ৪০ মিনিটের দিকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাকে চিকিৎসা দেয়ার কিছুক্ষণ পরই তিনি সেখানে মারা যান।

আসমা বেগম টুঙ্গিপাড়া উপজেলার গহওরডাঙ্গা গ্রামের মৃত মোরশেদ আলী শেখের স্ত্রী।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন ওই মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আসমা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তাকে অক্সিজেন ও নেবুলাইজেশন দেয়া হয়। স্বজনরা ওষুধ আনতে যান। ওষুধ নিয়ে ফেরার আগেই তিনি ১৫ মিনিটের মধ্যে মারা যান। তাকে চিকিৎসা করার সুযোগ আমরা পাইনি। ওই নারীর নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়েছে। ওই মহিলার গওহরডাঙ্গার গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, আসমা বেগম ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। কিন্তু তার জ্বর, সর্দি, কাশি বা অগে শ্বাসকষ্টের কোন লক্ষণ ছিল না। তারপরও হঠাৎ তীব্র শ্বাসকষ্টে তিনি মারা গেছেন। তাই আমরা ধারণা করছি হয়তো তিনি হয়তো করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তার নমুনার রিপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত ওই বাড়িটি লকডাউন থাকবে। নমুনা রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, করোনার লক্ষণ নিয়ে গত ১২ এপ্রিল জেলার কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের বুধপাশা গ্রামের এক নারী মৃত্যুবরণ করেন। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় দুই জনের মৃত্যু হলো। এ জেলায় ৩ পুলিশ সদস্যসহ এ পর্যন্ত ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের আরও খবর