গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগীতায় ১৩টি ইভেন্টে ২৮টি খেলা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।