,

গোপালগঞ্জে যুগান্তরের রজত জয়ন্তী উৎসব পালিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: প্রতিনিধি নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।

দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এসএম হুমায়ূন কবীরের সভাপতিত্বে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, মুক্তিযোদ্ধা আবুল বাশার, কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হক, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহিন, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন সারমাত, প্রেসক্লাবের সভাপতি জুবায়ের হোসেন, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, কালেরকণ্ঠের প্রসূম মন্ডল, সময় টিভির জয়ন্ত শিরালী, প্রথম আলোর নতুন শেখ, চ্যানেল এস’র কাজী মাহমুদ, নাগরিক টিভির আশিক জামান অভি, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, নুর ইসলাম শেখ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসসের জেলা সংবাদদাতা লিয়াকত হোসেন লিংকন।

এ সময় বক্তারা যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এই বিভাগের আরও খবর