,

গোপালগঞ্জে মোটরসাইকেলের চাপায় পথচারীসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এলাকায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন পথচারীকে চাপা দেয়। এতে ওই পথচারী এবং মোটরসাইকেলটির একজন আরোহী নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলটির চালক।

বিকাল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

নিহতরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের টিপু শেখের ছেলে মোটরসাইকেল আরোহী রাজিব শেখ (২৩) এবং বেদগ্রাম এলাকার সেকেন মোল্যার ছেলে পথচারী জিন্নাত মোল্যা (৬৫)।

আহত মোটরসাইকেল চালক ভেন্নাবাড়ী এলাকার সালেহ আলমের ছেলে আব্দুর রহমান। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, আব্দুর রহমান মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইন মোড় থেকে ভেন্নাবাড়ী এলাকায় ফিরছিলেন। পথে বেদগ্রাম এলাকায় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী জিন্নাত মোল্যাকে চাপা দেয়। এতে ওই তিন জন গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাজিব শেখ ও জিন্নাত মোল্যাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর