,

গোপালগঞ্জে মারা যাওয়া ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন না

করোনাভাইরাস (ছবি : সংগৃহীত)

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬জন করোনায় আক্রান্ত ছিলেন না।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে টুঙ্গিপাড়ায় ১ শিশুসহ ২ জন, কোটালীপাড়ায় ১ যুবক, মুকসুদপুরে মন্দির ভিত্তিক গণশিক্ষা স্কুলের ১ শিক্ষিকা, কাশিয়ানীতে ১ গৃহবধূ ও গোপালগঞ্জ সদর উপজেলায় ১ ব্যক্তি মারা যান।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ১ শিশু ও ৩ নারী সহ ৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর-এ পাঠানো হয়। প্রত্যেকের নমুনা পরীক্ষায় করেনাভাইরাস নেগেটিভ এসেছে। এ থেকে জানা যায় মারা যাওয়া ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন না।

এই বিভাগের আরও খবর