গোপালগঞ্জ প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জের মন্দিরগুলোতে মহা অষ্টমীর পূজা পালিত হয়েছে।
রোববার সকালে জেলার এক হাজার ২০২টি মন্দিরে একযোগে মহা অষ্টমীর পূজা শুরু হয়।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে পুরোহিতের মন্ত্র পাঠ, উলুধ্বনি, শঙ্খ ধ্বনি আর ঢাকের আওয়াজে মুখোরিত হয়ে ওঠে মন্দিরগুলো। এসময় ফল আর বিভিন্ন উপকরণ দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবীকে নিবেদন করেন ভক্তরা।
এসময় পুরোহিতের চন্ডী পাঠের মাধ্যমে পূণ্য লাভের আশায় দেবীর পায়ে অঞ্জলী দেন ভক্তরা। পূজা উপলক্ষ্যে প্রতিটি মন্দির ও সড়কগুলোতে করা হয়েছে আলোক সজ্জা। এছাড়া নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছেন আর আগামী ৮ অক্টোবর বিসর্জনের মাধ্যমে ঘোড়ায় চড়েই কৈলাসে ফিরবেন তিনি।