,

গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বিকাশ ব্যবসায়ী এস, এম বারিকুল ইসলাম (বিলু) শরীফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার বিকাল ৪ টায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া মডেল স্কুলের সামনে এলাকাবাসী আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চু, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. ফারুক শরীফ, বাচ্চু শরীফ, মতলেব শরীফ, শরীফ মিলন প্রমুখ।

বক্তারা ব্যবসায়ী বিলু হত্যার প্রকৃত খুনিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারী রাত সাড়ে ৯টার দিকে বিলু দোকান বন্ধ করে বিকাশের ১ লাখ ৫০ হাজার ও দোকানে মালামাল বিক্রির প্রায় ২ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। গোপীনাথপুর শরীফপাড়া জামে মসজিদের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে মারা যান তিনি।

এই বিভাগের আরও খবর