গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে প্রভাব খাটিয়ে নীতিমালার বাইরে ১২ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে হানিফ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী অবিনাশচন্দ্র বিশ্বাস বলেন, মোসাম্মৎ রুকসানা খানম নামে এক নারীরর অভিযোগ পেয়ে হানিফ গ্রুপকে চিঠি দিয়ে প্লান অনুযায়ী নির্মাণকাজ করতে বলা হয়েছে।
বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে বলে তিনি দাবি করেন।
তবে রুকসানার অভিযোগ, ভবন নির্মাণের কাজ অব্যাহত রয়েছে।
“আমার আবাসিক প্লটের পাশেই ১২ তলা এই বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে। তারা ভবনের পাশে ও পেছনে কোনো জায়গা ছাড়েনি, যা বেআইনি। ১২ ফুট রাস্তার পাশে এত বড় ভবন নির্মাণের অনুমোদন কিভাবে পেল তা আমার বোধগম্য নয়। ৩০ ফুট রাস্তার পাশে এ ধরনের ভবন নির্মাণের নীতিমালা রয়েছে। নীতিমালা লংঘন করে ভবন নির্মাণ করতে গিয়ে তারা রাস্তার পাশে কোনো জায়গা ছাড়েনি। বরং রাস্তার ওপর ওই ভবনের সিঁড়ি চলে গেছে। তারা প্রভাব খাটিয়ে অবৈধভাবে ভবন নির্মাণ করে আমাদের ক্ষতি করছে। এ কারণে এ ভবন নির্মাণ বন্ধে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। পৌরসভা নির্মাণকাজে বাধা দেওয়ার পরও তারা কাজ চালিয়ে যাচ্ছে।”
ভবন নির্মাণের নীতিমালা সম্পর্কে জেলা ফায়ার সার্ভিসের ডিএডি জানে আলম বলেন, ৩০ ফুট রাস্তা না থাকলে সেখানে ১২ তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় না। আগুন, ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকাজের জন্য গাড়ি নিয়ে যেতে হয়। মই বসাতে হয়। এজন্য বড় সড়ক দরকার।
“তাই তাদের আমরা ৩০ ফুট রাস্তার ব্যবস্থা করা সাপেক্ষে অনুমতি দিয়েছি। এখন তারা যদি ৩০ ফুট রাস্তার ব্যবস্থা না করেন তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা দেখবে।”
এ বিষয়ে হানিফ গ্রুপের মালিক আবু হানিফ সিকদার বলেন, “আমি ১২ তলা ভবন নির্মাণ করছি না। পাঁচতলা বাণিজ্যিক ভবন নির্মাণ করছি।”
নির্মাণাধীন ভবনের সামনে সাইনবোর্ডে ১২ তলা ভবনের কথা লেখা রয়েছে। এ বিষয়ে এবং ভবনের নকশা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি কোনো উত্তর দেননি।