গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তি মনি চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমর মিত্র, জেলা ক্রীড়া অফিসার ফিরোজুল আহসান প্রমূখ।
জেলার পাঁচ উপজেলা থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে পাঁচটি (বালক) দল ও বঙ্গমাতা গোল্ডকাপ (বালিকা) পাঁচট দল অংশ গ্রহন করবে।
উদ্বোধনী দিন বঙ্গমাতা টুর্ণামেন্টে গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলার মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।