গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে বাদল সরদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার রাতে সদর উপজেলার ভোজরড়গাতী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোজরগাতী গ্রামের বাদল সরদার তার প্রতিপক্ষ একই গ্রামের তোরাব সরদারের বিরুদ্ধে মসজিদের দান বাক্সে পাঁচ টাকা জমা না দিয়ে আত্মসাত করেছেন বলে অভিযোগ আনেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বাদল সরদারসহ উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত বাদল সরদারকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।