,

গোপালগঞ্জে পিকআপ চাপায় শিশু নিহত

ফাইল ফটো

গোপালগঞ্জপ্রতিনিধি:  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাবাবার সামনেই মৃত্যু হলো তিন বছরের শিশু তাসকিয়ার। আজ (শুক্রবার) বিকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মা বাবার সাথে মহাসড়কের পাশে দাড়িয়ে ছিল তিন বছরের শিশু তাসকিয়া। এ সময় দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে রাস্তার পাশে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এ সময় মা-বাবা বেঁচে গেলেও তাসকিয়া ঘটনাস্থলেই নিহত হয়। সে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর চাঁন মিয়া সিকদারের মেয়ে।

এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর