,

গোপালগঞ্জে পানিতে ডুবে নারীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে সুচন্দ্রা বৈরাগী (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার দক্ষিণ বানিয়ারচরে এ ঘটনা ঘটে। নিহত সুচন্দ্রা বানিয়ারচর গ্রামের বসন্ত মন্ডলের স্ত্রী।

এলাকাবাসী জানায়, বাড়ির পাশে একটি খালে কাপড় ধুতে যান সুচন্দ্রা বৈরাগী। এসময় তিনি পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা পানি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  বলেন, সুচন্দ্রা বৈরাগী মৃগী রোগী ছিলেন বলে তার পরিবার পুলিশকে জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর