গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অর্ধশতাধিক দরিদ্র পরিবারের মাঝে নতুন কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
আজ শুক্রবার উপজেলার তারাশী গ্রামে অবস্থিত জ্ঞানের আলো পাঠাগার চত্ত্বরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান। এ সময় দরিদ্র পরিবারের হাতে নতুন কাপড় ও খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিরা।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যশোদা জীবন সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাম, প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু প্রমুখ বক্তব্য রাখেন।
পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র হিন্দু পরিবারের মাঝে নতুন কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণের জন্য ফেসবুকের মাধ্যমে আর্থিক সহায়তা চাওয়া হয়। এই আহ্বানে সাড়া দিয়ে কিছু মানবিক মানুষ অর্থ সহায়তা করে।