গোপালগঞ্জ প্রতিনিধি: জমিজমা বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মেম্বার ফরিদের সাথে আবুল কালামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে মারাত্মক আহত দুইজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ছয়জনকে গোপালগঞ্জ জেনারেল হসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেনি।