,

গোপালগঞ্জে তিন মিষ্টির দোকানকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে তিনটি মিষ্টির দোকানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারি পরিচালক শামীম হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অফিস সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে মেসার্স রবি মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্যাকেটের ওজন কারচুপি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৪৩ ও ৪৬ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা, মেসার্স গনেশ পাগল মিষ্টান্ন ভান্ডারকে পঁচা দই বিক্রি ও ওজনে কারচুপি করায় দুই হাজার টাকা এবং মেসার্স দিলীপ কুন্ডু স্টোরকে মূল্য তালিকা না রাখার জন্য ৩৮ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর