গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দুই শ ছাড়িয়েছে। গত ৪৮ ঘণ্টায় নতুন করে ২৩ জন আক্রান্ত হয়েছেন। এতে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২১১ জনে দাঁড়িয়েছে।
গোপালগঞ্জ সদর হাসপাতালসহ জেলার অন্যান্য হাসপাতালগুলোতে বর্তমানে ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। এতে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. তরুণ মন্ডল জানিয়েছেন, গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় মোট ২১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ৩৫ জন রোগী ভর্তি রয়েছেন। বাকি ১৭৬ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
জেলায় ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশেষ সেল খোলা হয়েছে।