গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাহামুদা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর ৫ টার দিকে গোপালগঞ্জে আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের তার মৃত্যু হয়।
মাহামুদা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলাদুয়ানিয়া গ্রামের আমির হোসেনের স্ত্রী।
গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিনা মধু জানান, সোমবার দুপুর ১ টা ৪৫ মিনিটে মাহামুদা হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ডের ৪নং বেডে ভর্তি হন। মঙ্গলবার ভোর ৫ টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক ওই গৃহবধুর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘নার্স স্বর্ণা সাহা ও মালতি বিশ্বাস ওই ওয়ার্ডে নাইট ডিউটি করেন। তারা ওই রোগী মৃত্যুর খবর হাসপাতাল অফিসে জানায়নি। তাই এটি আমরাও সন্ধ্যার পরে জেনেছি। ওই ওয়ার্ডে কর্মরত নার্স ও সুপাভাইজারদের কাজে অবহেলার অভিযোগে শোকজ করা হবে।
তিনি আরো জানান, এ পর্যন্ত আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩৪ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১ জন মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ২২ জন ভর্তি ছিলেন। বাদ বাকী ২১১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।