,

গোপালগঞ্জে ‘ডিজিটাল সেবার’ যুগপূর্তি উৎসব

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১; সবার জন্য স্মার্ট সেবা’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে ডিজিটাল সেবার যুগপূর্তি উৎসব হয়েছে।

আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

পরে সেখানে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডি এলজি আজহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুকুল শেখসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আরিফ হোসেন।

যুগপূর্তি উৎসবে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ৬৭টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শতাধিক উদ্যোক্তা অংশ নেন।

এই বিভাগের আরও খবর