জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ গোপালগঞ্জে জমিজমা ও বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে চাচাত ভাইদের লাঠির আঘাতে আরেক চাচাত ভাই নিহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নে ঘোষেরচর মধ্যপাড়া গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলার পর রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
প্রাণ হারানো ৫০ বছর বয়সী সুশান্ত মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নে ঘোষেরচর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুশান্তের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘জমিজমার বিরোধ নিয়ে চাচাত ভাই অমর মন্ডল, উজ্জ্বল মন্ডলসহ অপর চাচাত ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল সুশান্ত মন্ডলের।
‘সুশান্ত মন্ডল মঙ্গলবার রাতে তার জায়গার ওপর ঘর নির্মাণ করতে গেলে চাচাত ভাইয়েরা লাঠিসোটা নিয়ে সুশান্ত মন্ডলের ওপর হামলা চালান। ওই সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন সুশান্ত।’
পরে তাকে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে সুশান্তের মৃত্যু হয়।
এ বিষয়ে থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি বলে জানান ওসি মোহাম্মদ আনিচুর রহমান।