,

গোপালগঞ্জে গণপূর্ত উপ-বিভাগীয় নতুন কার্যালয় উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশল (সিভিল ও ইএম) এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্রে ফিতা কেটে নতুন কার্যালয় ভবনের উদ্বোধন গণপূর্ত বিভাগের গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের।

নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- গণপূর্ত বিভাগের পিঅ্যন্ডডি শাখার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হালিম, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মির্জা শিবলী মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী (ইএম) মো. অলীদুল ইসলাম খান, ঠিকাদার রিপন কাজী, মো. উজ্জ্বল খান প্রমুখ।

এসময় গণপূর্ত জোন, সার্কেল ও বিভাগের প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর