,

গোপালগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের সদর উপজেলার বিজয়পাশা-আমুড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন।

দেশের ৬৪ জেলায় ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়)’ এর আওতায় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড খালটির পুনঃখনন কাজ করবে। প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার দীর্ঘ এ খালের পুনঃখনন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী ১ শ’ বছরের জন্য একটি ‘ডেল্টা প্লান’ কর্মসূচী গ্রহন করেছেন। সচেতনতার অভাবে আমাদের দেশের অনেক খাল, বিল ও প্রাকৃতিক জলাশয় ভরাট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও পুন:খনন না করায় এসব এলাকায় প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। ডেল্টা প্লান প্রজেক্ট বাস্তবায়ন হলে এলাকার মানুষ সুফল ভোগ করবে।’

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাউবোর ফরিদপুর ক-অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, গোপালগঞ্জ পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো: সফিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার নুর মোহাম্মদ দুলু, পাইককান্দি ইউপি চেয়ারম্যান এস এম শাহজাহান প্রমুখ।

আমুড়িয়া এলাকার বেলায়েত শেখ (৫৫) বলেন, ‘খালটি পুনঃখনন করা হলে কৃষকরা তাদের জমিতে সেচ দিতে এবং এলাকার দরিদ্র মানুষেরা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারবে।’

এই বিভাগের আরও খবর