,

গোপালগঞ্জে উচ্ছেদ অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান শুরু করেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শহরের গেটপাড়া, চরনারায়নদিয়া ও বেদগ্রামে পানি উন্নয়ন বোর্ড উচ্ছেদ অভিযান করে। ৫২ টি স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয় বোর্ড অন্তত ৫ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করে।

এ ছাড়া গোপালগঞ্জ সড়ক বিভাগ শহরের পুলিশ লাইন্স মোড় থেকে চাপাইল ব্রিজ পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করেছে। এ দিন সকালে সড়ক বিভাগ পুলিশ লাইন থেকে উচ্ছেদ অভিযান আরম্ভ করে। এ অভিযান অব্যাহত থাকবে বলে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগ জানিয়েছে।

এ সময় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য, এনডিসি মাহাবুবুল আলম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিত রায়সহ পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগের পদস্থ কর্মকর্তা, পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর