,

গোপালগঞ্জের বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে শোভাযাত্রা, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথ উদ্যোগে হাত ধোয়া দিবসের কর্মসূচি উদযাপন করে।

আজ রোববার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে ৭ স্টেপে শিশুদের হাত ধোয়া প্রদর্শন করেন ইপিআরসি কর্মকর্তা সুমন হাসান খান।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন।

অন্যান্যের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, গোপালগঞ্জ পুলিশ সুপারের প্রতিনিধি আশরাফ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা লাবনী রায়, বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিই’র প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপিআরসির এরিয়া ম্যানেজার মোঃ ফারুক হোসেন।

এই বিভাগের আরও খবর