,

গৃহবধূর ‘ভূত তাড়াতে’ গিয়ে কবিরাজের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর ‘ভূত তাড়াতে’ গিয়ে এক কবিরাজ খুন হয়েছেন। স্থানীয়দের ভাষ্য, অদ্ভুত এই কবিরাজির পেছনে রয়েছে পরকীয়া। কবিরাজ ও গৃহবধূকে আপত্তিকর অবস্থায় দেখার পর তার স্বামী সন্তান কুপিয়ে হত্যা করেছে।

রোববার (২ মার্চ) রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের হরিনগন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মতি তেলী (৪০)। তিনি চৌডালা ইউনিয়নের সাহেবগ্রাম এলাকার মৃত জয়নাল মিস্ত্রির ছেলে।

স্থানীয়রা জানান, ওই কবিরাজ পাশের গ্রাম হরিনগর এলাকায় এক গৃহবধূর ওপর ভূতের আছর হয়েছে বলে চিকিৎসা দিতে যান। তাদের দাবি, ওই নারীর সঙ্গে মতির পরকীয়া চলছিল। তার স্বামী ও সন্তান আপত্তিকর অবস্থা দেখে হাসুয়া দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে ওই নারীর শাশুড়ি মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে, পরে বিস্তারিত জানা যাবে। মামলা বিষয়টি প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এই বিভাগের আরও খবর