রাজবাড়ী প্রতিনিধি: সড়ক পরিবহন আইন-২০১৮ এর কিছু ধারা সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে গাড়িশূন্য হয়ে পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট।
রোববার সকাল থেকেই দৌলতদিয়ার ঢাকা-খুলনা ও গোয়ালন্দ-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক রয়েছে পরিবহনশূন্য। সড়কে পরিবহন না থাকার কারণে ভোগান্তিতে পড়েছে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় বের হওয়া যাত্রীরা।
ধর্মঘটের কারণে জেলার কোনো স্টপেজ থেকে লোকাল ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
ট্রাফিক সার্জেন্ট মো. আরাফাত জানান, সকাল থেকে দেশের ব্যস্ততম ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া অংশ পরিবহনশূন্য রয়েছে। ২/১টি মাহেন্দ্র ছাড়া অন্য কোনো গাড়ি চলছে না এ মহাসড়কে।
বিআইডব্লিউটির ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজ ১৭টি ফেরি চলাচলের জন্য প্রস্তুত রাখা হলেও শ্রমিকদের ধর্মঘটের কারণে সেভাবে পরিবহন আসছে না। ফেরিগুলো ঘাটেই রয়েছে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ এর কিছু ধারা সংশোধনের দাবিতে শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টা ধর্মঘট পালন করছেন তারা।