জেলা প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর প্রেসক্লাবের ২০২২-২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন এ কমিটিতে সভাপতি পদে বৈশাখী টিভি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের প্রভাতের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন রোববার আনুষ্ঠানিকভাবে ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), সহ-সভাপতি মো. রুহুল আমীন (দৈনিক খবর), যুগ্ম সম্পাদক আজহারুল হক (আরটিভি), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বাবুল (দৈনিক মুক্ত বলাকা), কোষাধ্যক্ষ মিলটন খন্দকার (সময়ের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম (দি এশিয়ান এইজ), দপ্তর সম্পাদক পলাশ চন্দ্র মল্লিক (প্রথম প্রতিরোধ), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (জিটিভি)।
নির্বাহী সদস্যরা হলেন- মাজহারুল ইসলাম মাসুম (এটিএন বাংলা/এটিএন নিউজ), নাসির আহমেদ (এনটিভি), মুজিবুর রহমান (ইত্তেফাক), শাহ সামসুল হক রিপন (যুগান্তর), মো. আমিনুল ইসলাম (দেশ রূপান্তর), এম নজরুল ইসলাম (দেশ টিভি ও ভোরের কাগজ), রফিকুল ইসলাম খান (চ্যানেল ২৪)।
ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র পাল ও আব্দুল মালেক মিয়া উপস্থিত ছিলেন।