গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের চক্রবর্তী এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে শ্রমিক কলোনির ১৮৩টি ঘর ও মালামাল।
বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভারের ইপিজেড ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ জানান, ভোরে আনোয়ারা বেগমের মালিকানাধীন কাশিমপুরের চক্রবর্তী এলাকায় শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তেই আশপাশের আলী হোসেন দেওয়ান, আমজাদ হোসেন, রাহেলা বেগম, লুৎফর রহমান, ফাতেমা বেগমসহ ৭ জনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ইপিজেডের ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
আগুনে ওই সব কলোনির টিনের তৈরি ১৮৩টি কক্ষ (ঘর) ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা। অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।