জেলা প্রতিনিধি, গাজীপুর: কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে গাজীপুর মহানগরীর বাসন থানার সব পুলিশ থানা ছেড়ে পালিয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার দুপুর থেকে বাসন থানা পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্র জানায়, এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে। রাবার বুলেট নিক্ষেপের এক পর্যায়ে পরিস্থিতি আরো অশান্ত হয়ে ওঠে। এ সময় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবস্থা বেগতি দেখে থানায় অবস্থানরত সব পুলিশ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পোশাক বদল করে থানা ছেড়ে বাহিরে পালিয়ে যায়।
এ সময় বিক্ষোভকারীরা থানায় প্রবেশ করে থানায় এবং থানা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশের রাবার বুলেটে বেশ কয়েকজন আহত হয়।
অপরদিকে, গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুন ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাসভবনে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষুব্ধ হামলাকারীরা জাহাঙ্গীর আলমের বাসার মালামাল রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়। এছাড়া গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের বাসভবনে হামলার হয়েছে বলে একাধিক প্রাপ্ত তথ্যে জানা গেছে।