,

গাজীপুরে ইয়াবাসহ আটক ২

সদর প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরে ইয়াবাসহ দুই মাদক কোরবারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৮ অক্টোবর) ৮ টার দিকে ইয়াবা বিক্রয়কালে তারা ধরা পড়ে। আটককৃতরা হলেন- মহানগরের সালনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রহিজুল ইসলাম(২৭) ও টেকিবাড়ি গ্রামের আতাবুল্লার ছেলে হযরত আলী (২৫)।

ওই ক্যাম্পের কোম্পানির নিয়মিত টহল কমান্ডার নায়েব সুবেদার মো. দেলোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ব্যার-১ জানায়, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের নিয়মিত টহল দল গাজীপুর মহানগরের জোলারপাড় গ্রামে অভিযান চালায়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৭৭ পিস ইয়াবা, নগদ এক হাজার ২১০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত চোরাইপথে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে এসেছিল বলে স্বীকার করে।

এই বিভাগের আরও খবর