,

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

 

গাইবান্ধা: গাইবান্ধা সদরে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল কুদ্দুস মিয়া (৭০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা-বোনারপাড়া রেল রুটে শহরের স্টেডিয়াম মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চণ্ডিয়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় হানিফ মিয়াপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মোহাম্মদ আলী জানান, আব্দুল কুদ্দুস মানসিক রোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে শহরের কলেজ পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি।

সন্ধ্যায় ওই বাসা থেকে পায়ে হেঁটে নিজ বাড়ি ফেরার পথে স্টেডিয়াম এলাকায় ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি আরো জানান, মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগেও আব্দুল কুদ্দুস ট্রেনের নিচে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এটা আত্মহত্যা না দুর্ঘটনা তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বোনারপাড়া জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর