,

গভীর রাতে হল ত্যাগের নির্দেশ, বিপাকে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১ টা ৩০ মিনিটের দিকে হল বন্ধ করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে শিক্ষার্থীদের ১ ঘন্টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়। এই ঘটনায় ক্ষোভে ফুসছেন সাধারণ শিক্ষার্থীরা।

তারা অভিযোগ করে বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে গভীর রাতে আমাদের হল ত্যাগ করার নির্দেশ দেয় প্রশাসন। আমরা এখন এই রাতে কোথায় যাব, কোথায় থাকব?

গভীর রাতে হল বন্ধ করার বিষয়ে আব্দুস সালাম হলের প্রভোস্ট কাউসার হোসেন, হল বন্ধ না, ভ্যাকেন্ট করে দিচ্ছি! এখন আমরা ব্যস্ত আছি। বাকি কথা জিজ্ঞেস করার আগে তিনি ফোন কেটে দেন।

এই বিভাগের আরও খবর