,

খুলনা মহানগর জামায়াতের আমির গ্রেফতার

বিডিনিউজ ১০ ডটকম, খুলনা: খুলনা মহানগর জামায়াত ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন জানান, আবুল কালাম আজাদ সকালে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সোনাডাঙ্গা বাস টার্মিনালে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর