খুলনা ব্যুরো: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই ছাত্রকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাজিম উদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানায় এই মামলা করেন।
মামলায় দুই জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। দুই ছাত্রকে মারধরের পর শুক্রবার বিকালে আটক করা নয়ন হাওলাদার ও ইয়াসিন নামে দুই যুবককে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মোটরসাইকেলের সঙ্গে একটি প্রাইভেটকারের ঘষা লাগে। এর প্রেক্ষিতে প্রাইভেটকারের আরোহীরা আরও কয়েকজন যুবককে ডেকে এনে ওই দুই ছাত্রকে মারধর করে। এর প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করেছিল।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, দুই ছাত্রকে মারধরের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।