,

খুলনায় ডেঙ্গু কেড়ে নিল গৃহবধূর প্রাণ

খুলনা প্রতিনিধি: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম রহিমা বেগম (৫০)।

মঙ্গলবার গভীর রাতে খুমেকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত রহিমা বেগম সাতক্ষীরার তালা উপজেলার আজরাইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

খুমেকের আরপি ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রহিমা বেগম গত সোমবার হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন।

মঙ্গলবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় ১১ রোগী ডেঙ্গুজ্বরে মারা গেছেন।

এই বিভাগের আরও খবর