নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্যাসিনো আর ক্রিকেট বোর্ড এক না। এটা বোর্ডের কিছু না। কাসিনোতে যিনি ছিলেন, তিনি ধরা পড়েছেন। এই ধরনের কাণ্ড যে দেশে চলছিল তা তো কেউ জানত না। সংবাদমাধ্যমও তো জানে না!
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় গণভবনে আজারবাইজান সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকরা এত খবর রাখেন অথচ ক্যাসিনো জানেন না কেন। এতদিন ধরে কোনো একটা গণমাধ্যম এমন নিউজ দিতে পারল না। এ জবাব কি সাংবাদিকরা জাতির কাছে দিতে পারবেন।
ক্রিকেটারদের দাবি- দাওয়া বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিসিবিকে তারা জানাতে পারত। আন্দোলনে না গিয়ে দাবি-দাওয়া উত্থাপন করতে পারত। তবে সেটা এখন মিটমাট হয়ে গেছে। কেননা, আমরা যেভাবে আমাদের ক্রিকেটারদের সমর্থন দিই, পৃথিবীর খুব কম দেশই আছে এমন সমর্থন দেয়। আমাদের ক্রিকেটাররা খেলছেও ভালো।
সাকিব আল হাসানের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিসিবি সব সময় সাকিবের সঙ্গে আছে। ওর (সাকিব) উচিত ছিল, কিন্তু সে জানায়নি (জুয়ারির প্রস্তাবের বিষয়টি), এখানে সে ভুল করেছে। আইসিসি ব্যবস্থা নিলে আমাদের করার কিছু থাকে না। এটা একটা ভুল (সাকিবের না জানানো) করেছে ঠিক। বিসিবি সাকিবের সঙ্গে থাকবে, সাকিব ভুল করলেও বুঝতে পেরেছে।
বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার প্রসঙ্গে তিনি বলেন, বিসিবিতে ক্যাসিনোর বিষয় টেনে আনা ঠিক নয়। এখানে (ক্যাসিনোকাণ্ড) সাংবাদিকদের কেউ থাকলেও থাকতে পারে। এটা বের হচ্ছে না। তাকে (লোকমান) তো ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চাই দেশ শান্তিপূর্ণভাবে চলুক। আমরা চাই মানুষের জীবনমানের উন্নতি হোক। এতই যদি ক্যাসিনো খেলতে ইচ্ছে করে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, এটা (ক্যাসিনো) নির্দিষ্টভাবে একটা চরে বানিয়ে দেব। আমরা এর থেকে আয়ও করতে পারব।