,

কোটালীপাড়ায় সামাজিক দূরত্ব বজায় রাখতে বলায় সংঘর্ষে আহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে সামাজিক দূরত্ব বজায় না রেখে এক স্থানে আড্ডা দেয়ার প্রতিবাদ করায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার সিতাইকুন্ডা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মোসলেম মোল্যার বাড়ির পাশে একটি বেঞ্চ স্থাপন করে আলমগীর মোল্যার লোকজন আড্ডা দিয়ে আসছিল। এ নিয়ে মোসলেম মোল্যা করোনা ভাইরাস প্রতিরোধে তাদের একস্থানে সমাবেত হয়ে আড্ডা দিতে নিষেধ করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে শুক্রবার রাতে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জের ধরে শনিবার সকালে আলমগীর মোল্যা ও মোসলেম মোল্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হন।

আহতরা হলেন কাওসার মোল্যা, শান্ত মোল্যা, বাবু মোল্যা ও রুবেল মোল্যা। বাকী জনের নাম জানা যায়নি।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) জাকারিয়া জানান, ‘আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর