,

কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নিরব মন্ডল (৫) নামে এক শিশু নিহত হয়েছে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার দুপুরে কোটালীপাড়া-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার রাজাপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব বরিশালের আগৈলঝরা উপজেলার পয়সারহাটের কদমবাড়ী এলাকার প্রফুল্ল মণ্ডলের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,শিশুটি রাস্তা পারাপারের জন্য দৌঁড় দিলে একটি দ্রুতগামী মোটসাইকেল তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক মুর্শিদা খাতুন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর