,

কোটালীপাড়ায় মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক প্রতিরোধ, ইভটিজিং, জুয়া, ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ে কোটালীপাড়া থানা ও কমিউনিটি পুলিশের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ কুমার ভাবুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক আলাউদ্দিন হাওলাদার বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর