গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার সীতাইকুণ্ড খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান।
মৃত সাহেব আলীর (৮০) বাড়ি ওই গ্রামে। তিনি এলাকায় ভিক্ষা করতেন।
ওসি বলেন,স্থানীয়রা সীতাইকুণ্ড ব্রিজের নিচের খালে ওই বৃদ্ধে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা জানান।